রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

বাঘায় গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা


প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২১ ০৩:০৮

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৯:০২

প্রতিকী ছবি


রাজশাহীর বাঘায় নুরজাহান বেগম (৪৭) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। শনিবার(১৭এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে। নুরজাহান বেগম উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বাঘ সায়েস্তা গ্রামের সাদেকুর রহমানের স্ত্রী।


সাদেকুর রহমান জানান, আমার স্ত্রী দীর্ঘদিন থেকে মানষিক রোগে ভূগছিলেন। আমি বিভিন্নস্থানে চিকিৎসা করিয়েও ভাল হয়নি। মানষিকরোগ সহ্য করতে না পেরে আমার অনুপস্থিতিতে শুক্রবার রাত দেড়টার দিকে বাড়ির গোয়াল ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। এ সময় আমি সিংড়া এলকায় ধান কাটতে গিয়েছিলাম।


বাঘা থানার ওসি (তদন্ত) আবদুল বারী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। লাশের সরতাল রির্পোটও তৈরী করা হয়। কিন্তু পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

আরপি /  আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top