রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

রাজশাহীতে ১৩ জুয়াড়ি আটক


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২১ ২৩:১১

আপডেট:
৫ মে ২০২৫ ০২:৩২

ছবি: আটককৃতরা

রাজশাহীতে ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মার্কেটের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।


গ্রেপ্তার ১৩ জন হলেন- মো. তারেক (৩০), ইকবাল আহমেদ (৩০), সেলিম উজ্জামান (৫০), রফিকুল ইসলাম (৪২), সাইদ আলী (৩০), শামীম উদ্দিন (৩২), জাকির হোসেন (৩৩), এনামুল হক মিন্টু (৪১), মো. সাব্বির (২৭), মনিরুল ইসলাম (৩১), বাপ্পি কুন্ডু (২৮), জহুরুল ইসলাম উজ্জল (৪০) ও হাবিবুর রহমান (৩২)। নগরীর বিভিন্ন এলাকায় তাঁদের বাড়ি।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়া খেলার সময় হাতেনাতে এই ১৩ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকাও জব্দ করা হয়েছে। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরপি/ এসআই



আপনার মূল্যবান মতামত দিন:

Top