রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

সাপের ছোবলে পুকুর পাহারাদারের প্রাণহানী


প্রকাশিত:
২৫ মে ২০২১ ০৬:৩৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:২৬

প্রতিকী ছবি

রাজশাহীর বাগমারায় বিষাক্ত সাপের ছোবলে আফজাল হোসেন (৪৮) নামের এক পুকুর পাহারাদারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গনিপুর ইউনিয়নের গনিপুর গ্রামে।

স্থানীয়সূত্রে জানা গেছে, দুবিলার বিলে চকমহব্বদপুর গ্রামের ওনঢ় উদ্দীন নামের এক ব্যক্তির পুকুর পাহারা দিতেন আফজাল হোসেন। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে বাড়ি যাচ্ছিলেন তিনি। বাড়ি যাওয়ার পথে পুকুরের পাশে একটি সাপ দেখতে পেয়ে সেটাকে ধরে বাড়িতে নিয়ে যান।

পরে সাপটিকে একটি মাটির পাতিলে বন্দি করে রাখেন। একটু পরে সেই বিষাক্ত সাপটি খাবার চেষ্টা করে। মাটির ওই পাতিলের মুখ খুলে বাম হাতে বিষাক্ত ওই সাপটি ধরতে গেলে তার হাতে ছোবল মারে। সেই সময় সজরে হাত নাড়ালে সাপটি মাটিতে পড়ে পালিয়ে যায়। পালিয়ে বাড়ির পাশে একটি পুকুরে ধারে গিয়ে লুকিয়ে পড়ে। পরে বিষাক্ত সাপটি অনেক খুজেও আর পাওয়া যায়নি। সাথে সাথে আফজাল হোসেনকে রাজশাহী মেডিকেলে উন্নত চিকিসার জন্য নেয়ার পথেই তিনি মারা যান।

স্থানীয়রা আরো বলেন, এর আগেও সে কয়েকটি বিষাক্ত সাপ ধরে বিক্রি করেছে। লোকজন সাপ ধরতে নিষেধ করলেও তিনি তাদের কথায় কান দেননি। 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top