রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

রাজশাহীতে করোনায় মৃত্যুয় মৃত্যু ৯ জন


প্রকাশিত:
৩ জুন ২০২১ ১৭:২৪

আপডেট:
৩ জুন ২০২১ ১৭:২৫

ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও নয়জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে এই নয়জন মারা যান।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারা যাওয়া নয়জনই করোনা পজিটিভ ছিলেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত হাসপাতালে ২২৪ জন রোগী ভর্তি ছিলেন করোনা ইউনিটে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ জন। হাসপাতালে করোনা ইউনিটে মোট শয্যার সংখ্যা ২৩২টি।

মারা যাওয়া নয়জনই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, রাজশাহীর দুইজন এবং নওগাঁ ও পাবনার একজন করে রোগী ছিলেন।বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।

 

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top