রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

শহীদ কামারুজ্জামানের মাজারে স্বাধীনতা শিক্ষক পরিষদের শ্রদ্ধা


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০১৯ ০৩:৪৬

আপডেট:
২৯ অক্টোবর ২০১৯ ০৮:০২

ছবি: শহীদ কামারুজ্জামান মাজারে পুষ্পস্তবক অর্পণকালে স্বাধীনতা শিক্ষক পরিষদের নের্তৃবৃন্দ

জাতীয় চার নেতার অন্যতম নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) নেতৃবৃন্দ। সোমবার সকালে নগরীর কাদিরগঞ্জ এলাকার শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নব নির্বাচিত কমিটির সভাপতি এ জেড এম সামিউল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার সাদাৎ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমাস হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ নাসির উদ্দীন, সাংগাঠনিক সম্পাদক জাসমিন আহম্মেদ, দপ্তর সম্পাদক মীর টিপু সুলতান, নির্বাহী সদস্য সিউলি খাতুন, নির্বাহী সদস্য বিবেক আমিন, নূরুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সহ-সম্পাদক রাজু আহমেদ প্রমূখ।

এর আগে গত শুক্রবার সারাদেশে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী আঞ্চলিক কমিটিতে স্বাধীনতা শিক্ষক পরিষদ প্যানেল নির্বাচিত হয়।

জাতীয় নেতার কবর জিয়ারত শেষে নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ জাতি গড়ার সরকারী মাধ্যমিক শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া ও মাধ্যমিক সেক্টরের গুণগত মান উন্নয়নে শিক্ষকদের নিয়ে সম্মিলিত কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সবার সরকারী মাধ্যমিক শিক্ষক সমাজের সহযোগিতা কামনা করেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top