চারঘাটে ১১৮ বোতল ফেনসিডিল আটক

ছবি: জব্দকৃত ফেনসিডিল
রাজশাহীর চারঘাটে ১১৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। আজ সোমবার সকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, আজ সোমবার ভোরে চারঘাটের মোক্তারপুর এলাকায় টহল পরিচালনা করে ১১৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক সিজার মূল্য ৪৭ হাজার ২১০ টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় টহল দল উক্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক বা সনাক্ত করতে পারেনি বলেও জানানো হয়েছে।
আরপি/আআ
আপনার মূল্যবান মতামত দিন: