২৪ ঘন্টায় বাঘায় আরও ৬ জনের করোনা শনাক্ত
                                রাজশাহীর বাঘায় ২৪ ঘন্টায় ৬ জনসহ গত ১১দিনে আক্রান্ত হয়েছে ৬৬ জন। এর মধ্যে মারা গেছে ১জন । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সুত্রে জানা গছে, মঙ্গলবার(১৬জুন) পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ১হাজার ৮৭২জনকে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৭ জনে। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৭৩ জন। গত বছরের ৬ এপ্রিল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার পরীক্ষা শুরু করা হয়।
এছাড়াও বাইরের কালেকশনেও করোনায় আক্রান্ত হয়েছে আরো কয়েকজন। গত বছর ১জন করোনার উপসর্গ সহ মারা গেছে মোট ৩ জন। এদের মধ্যে উপজেলার উত্তর গাওপাড়া গ্রামের আব্দুস সোবহান, পাকুড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা আলীম উদ্দীন (৭০) ও মনিগ্রামের মৃত আমজাদ আলীর ছেলে শান্ত হাসান সেন্টু (৩৫)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাশেদ আহমেদ বলেন, তুলনামূলকভাবে বাঘাতেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আতংকিত না হয়ে,সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক পরিধান করতে হবে। প্রয়োজন ছাড়া কোনভাবেই ঘরের বাইরে যাওয়া যাবেনা। তিনি বলেন,নতুন আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন। আগের আক্রান্তরা সুস্থ হয়েছেন।
আরপি/এসআর-১২

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: