রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে হেরোইনসহ আটক এক


প্রকাশিত:
১৮ জুন ২০২১ ০৩:২৭

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:০৫

ছবি: রবিউল ইসলাম

রাজশাহীতে ৭০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর রাজপাড়া থানার সিটি বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম রবিউল ইসলাম (৫৫)। রাজশাহীতেই তাঁর বাড়ি।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়। বৃহস্পতিবার সকালে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিউলের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রবিউল জানিয়েছেন, আলমগীর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে তিনি হেরোইনগুলো সংগ্রহ করেছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

 

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top