রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

বাঘায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার তিন


প্রকাশিত:
২২ জুন ২০২১ ২৩:৫৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৮:২০

প্রতীকী ছবি

রাজশাহীর বাঘায় স্কুল ছাত্রী অপহরণের মামলার তিন জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মশিদপুর গ্রামের হযরত আলীর ছেলে সুজন আলী (৩০), হারু প্রামানিকের ছেলে শফিকুল ইসলাম (৩৫), ফরিদ আলীর ছেলে হৃদয় আহম্মেদ (২২)। মঙ্গলবার (২২জুন) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় ওই ছাত্রী একই গ্রামের নানার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল। এ সময় তার গ্রামের মুর্শিদপুর রাস্তার পুকুুর পাড়ে পৌঁছালে, একই গ্রামের (মুর্শিদপুর খাঁপাড়া) হাফিজুল ইসলামের ছেলে আশিক আহম্মেদ (২৫) তার ৫/৬ জন বন্ধুর সহযোগিতায় পথরোধ করে মাইক্রোতে তুলে নিয়ে যায়। পরে ছাত্রীর ভাই রাকিবুল ইসলাম বাদি হয়ে অপহরনের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে (২১ জুন) মামলা করেন।

পুলিশ পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম জানান, স্কুলছাত্রী অপহরণ ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। স্কুল ছাত্রীকে উদ্ধারসহ অন্যদের আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

আরপি/এসআর-১৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top