রাজশাহী মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২

বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই আহত


প্রকাশিত:
৬ জুলাই ২০২১ ০৫:১২

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:৫৩

ফাইল ছবি

রাজশাহীর বাঘায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে (কোপে) ছোট ভাই গুরুতর আহত হয়েছে। সোমবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উভয়ের বাড়ির বাঁশের বেড়া দেওয়ার ঘটনাকে কেন্দ্রে করে এই ঘটনা ঘটেছে। তাঁরা উভয়ে উপজেলার কেশবপুর গ্রামের মৃত রমজান আলীর ছোট ছেলে নুরল ইসলাম ও তাঁর তোয়াজ্জেত হোসেন।

জানা যায়, নিজের বাড়ির বাঁশের বেড়া নিয়ে নুরুল ইসলাম (৪০) তার বড় ভাই তোয়াজ্জেল হোসেন (৪২) মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে দুই ভাইয়ে মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই ছোট ভাই এর গলার নিয়ে ঘাড়ে ধারালো হাসুয়া দিয়ে আঘাত(কোপ) মারে। এতে নুরল ইসলাম গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নেওয়া হয়। কর্তব্যরত চিসিৎসক তার অবস্থা খারপ দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আহত নুরুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ বলেন, আমার বড় চাচা তোয়াজ্জেল হোসেন কারণে অকারণে আমাদের উপর নির্যাতন করে। এর প্রতিবাদ করলে মারধর করে। উভয় বাড়ির মাঝে বাঁশের বেড়া দেয়া ছিল। এ নিয়ে অযথা তর্ক জড়িয়ে আমার বাবার গলার নিচে ঘাড়ে ধারালো হাসুয়া দিয়ে (আঘাত)কোপ মারে আহত করেছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত(ওসি) নজরুল ইসলাম বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেয়ে আইনী ব্যবস্থা নিব।

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top