বাঘায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান
                                রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে উপেজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ অর্থ ও ঢেউ টিন তুলে দেন।
উল্লেখ্য, গত ২৬ মার্চ উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদীপুর নতুনপাড়া গ্রামের আব্দুল মজিদের বাড়ির চুলার আগুনে থেকে পাশের বাড়ির আজিজুল হক, ইব্রাহীম আলী, সাইদুর রহমান, জানবার আলী, মনিরুল ইসলামসহ ৬টি বাড়ি আগুনে পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
আরপি/এসআর-২০

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: