রাজশাহী শুক্রবার, ২২শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২

বিএমডিএ’র নয়া চেয়ারম্যান সাবেক এমপি আখতার জাহান


প্রকাশিত:
৮ জুলাই ২০২১ ০৩:১৪

আপডেট:
২২ আগস্ট ২০২৫ ১১:৩০

ছবি: রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান আখতার জাহান

রাজশাহী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে রাজশাহী সাবেক নারী এমপি ও আওয়ামী লীগ নেত্রী বেগম আখতার জাহানকে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে আগামী দুই বছরের জন্য এ নিয়োগ দেয়া হয়। বর্তমান চেয়ারম্যান আকরাম হোসেনকে সরিয়ে বেগম আখতার জাহানকে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার বিএমডিএ’র প্রধান কার্যালয় রাজশাহীতে যোগদান ও চেয়ারম্যান হিসেবে অফিস করেছেন। এর আগে বিএমডিএর কর্মকর্তা ও সিবিএ নেতৃবৃন্দ তাঁকে ফুলের সংবর্ধনা দেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ ইডি, ভারপ্রাপ্ত সচিব ইকবাল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল কাশেমসহ সিবিএ নেতাকর্মীরা।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান বেগম আখতার জাহান। বুধবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় মেয়র তাকে আন্তরিক অভিনন্দন জানান। সাক্ষাৎকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আব্দুর রশীদ উপস্থিত ছিলেন।

আরপি/ এস



আপনার মূল্যবান মতামত দিন:

Top