রাজশাহীতে বালকের যৌনাঙ্গ কেটে ফেললেন হাজম!

রাজশাহী জেলার বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পারভেজ হোসেন (৭) নামে এক বালকের সুন্নতে খাৎনা করাতে গিয়ে যৌনাঙ্গ কেটে ফেললেন এক হাজম। গত শুক্রবার(৯জুলাই) সকাল সাড়ে ১১ দিকে এ ভয়ংকর ঘটনা ঘটে। পারভেজ হোসেন পলাশি ফতেপুর গ্রামে মোশারফ হোসেন ওরফে মুসা’র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার চকরাজাপুর এলাকায় লক্ষীনগরের গ্রামের পরিচিত মুখ তোতা সুন্নতে খাৎনা কাজ করেন। তিনি ২ যুগেরও বেশি এই মুসলমানি কাজের সাথে সম্পৃক্ত। তোতা’র সাথে বাঘা থানার চক আহম্মদপুর গ্রামের কাশেমের ছেলে কথিত হাজম আনোয়ার হোসেন মিন্টু আমার বাসায় আসেন। ছেলের খাৎনা করান হাজম আনোয়ার হোসেন মিন্টু। এই সময় আমার ছেলে পারভেজের যৌনাঙ্গ কেটে ফেলেন। পরে যৌনাঙ্গ কাটার বিষয়টি আমাদের বুঝতে না দিয়ে তারা চলে যায়।
পরে পরিস্থিতি অবনতির দিকে গেলে দুপুর দেড় পর্যন্ত যৌনঙ্গে কাটার রক্ত বন্ধ না হওয়ায় পারভেজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক এমন ভয়ংকর পরিস্থিতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে মুঠোফোনে হাজম আনোয়ার হোসেন মিন্টু বলেন, ভূল তো হতেই পারে। তাদের সাথে বসে, আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
চক রাজাপুর ইউনিয়নে চেয়ারম্যান আজিজল আযম বলেন, বিষয়টি জানার পরে রোগিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে বলেছি। তারা সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। আইনেভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পরামর্শ দেওয়া হয়েছে।
আরপি/ এসআই
আপনার মূল্যবান মতামত দিন: