রাজশাহীতে তৃতীয়বারের চেষ্টায় যুবকের আত্মহত্যা!
                                রাজশাহীতে তৃতীয় বারের মতো আত্মহত্যার চেষ্টা করেছেন লিটন কুমার (৩৬) নামে এক যুবক। সবশেষ চেষ্টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি এবং এ যাত্রায় মারা গেছেন। মঙ্গলবার সকালে (১৩ জুলাই) তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লিটনের বাড়ি জেলার পবা উপজেলার দামকুড়া থানাধীন বেলপাড়া এলাকায়। তিনি মৃত ঋণপদোর ছেলে।
স্থানীয়রা জানান, লিটন কুমার গত বছর এবং তার আগের বছর অর্থাৎ ২০১৯ সালে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তবে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারলে দ্রুত তার চিকিৎসা করিয়ে তাকে বাঁচানো সম্ভব হয়। সর্বশেষ মঙ্গলবার (১৩ জুলাই) আবারো তৃতীয় দফায় আত্মহত্যার চেষ্টা চালান তিনি। এবার গলায় ফাঁস দেন। এলাকার লোকজন বাড়ির পাশে ঝোপের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুল আলম রাজশাহী পোস্টকে বলেন, পারিবারিক কলহের জেরে লিটন আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরপি আআ

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: