রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

নগরীতে নগদ টাকাসহ সাত জুয়াড়ি গ্রেপ্তার


প্রকাশিত:
৩০ জুলাই ২০২১ ০০:২৬

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৪:৫২

ছবি: গ্রেপ্তারকৃত সাত জুয়ারী

রাজশাহীতে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বুধবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর কাজলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাতজন হলেন- মোহাম্মদ আলী কটা, আরাফাত রহমান নবাব, মিলন ওরফে মিলু, রবিন শেখ, মো. টুটুল, মো. রাজু এবং মো. টুটুল। কাজলা এবং আশপাশের এলাকায় তাঁদের বাড়ি। বৃহস্পতিবার সকালে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গ্রেপ্তার সাতজনের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার তাস উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নগরীর মতিহার থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top