রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

আরএমপির বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করার নির্দেশ


প্রকাশিত:
৩১ জুলাই ২০২১ ২১:১৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৪:৫০

মতবিনিময় সভায় আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিট পুলিশিং কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ প্রদান করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) বেলা ১১টায় বিট অফিসারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ নির্দেশনা প্রদান করেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। 

সভায় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ বিট অফিসাররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশনা মোতাবেক পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের প্রতিটি জেলার ইউনিয়ন ও ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ‘পুলিশ হবে জনগণের প্রথম ভরসাস্থল’- আইজিপির এমন বক্তব্যে দেশজুড়ে বিট পুলিশিং নিয়ে কাজ করছেন পুলিশ সদস্যরা।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top