রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে ৩০০ পরিবার পেল আর্থিক সহায়তা


প্রকাশিত:
৫ আগস্ট ২০২১ ০৪:১৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:১৮

ছবি: আর্থিক সহায়তা প্রদান

করোনার কারণে কর্মহীন হয়ে পড়া রাজশাহীর ৩০০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে এই অর্থ বিতরণ করেন।

তিনি প্রধানমন্ত্রীর পক্ষে ৩০০ জনের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা বিতরণ করেন। সোনালী ব্যাংকের সহযোগিতায় রাজশাহী জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল জলিল সভাপতিত্ব করেন।

সোনালী ব্যাংকের রাজশাহীর ডিজিএম শাহাদত হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

আরপি/এসআর-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top