রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

আরএমপির প্রযুক্তিতে ধরা অপহরণকারী


প্রকাশিত:
৭ আগস্ট ২০২১ ০০:৪৫

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৫:০২

গ্রেপ্তারকৃত মারুফ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তির মাধ্যমে মাজহারুল ইসলাম মারুফ (২৪) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে অপহরণের শিকার ভিকটিমকে। শুক্রবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মারুফ পটুয়াখালি জেলার দুমকি থানার শ্রীরামপর ইউনিয়নের সাইদুর রহমান গাজীর ছেলে।

পুলিশ জানায়, গত ২৭ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে আরএমপির কাশিয়াডাঙ্গা থানা এলাকার টুলটুলিপাড়া মোড় থেকে একজনকে অপহরণ করে মারুফ। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা রুজু হয়। মামলার পর কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করতে এবং আসামী গ্রেপ্তারে অভিযানে নামে।

তবে বৃহস্পতিবার (৫ আগষ্ট) সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা তথ্য ব্যবহার করে সাইবার ক্রাইম ইউনিট যৌথ অভিযান পরিচালনা করে মারুফকে গাজিপুর জেলা থেকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে উদ্ধার করা হয় ভিকটিমকে।

আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

আরপি/আআ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top