রাজশাহী মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৮ই আষাঢ় ১৪৩২

রাজশাহীতে সাপের ছোবলে প্রতিবন্ধীর মৃত্যু


প্রকাশিত:
৭ আগস্ট ২০২১ ২১:১৭

আপডেট:
১ জুলাই ২০২৫ ২২:২৮

প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়ায় বিষধর সাপের ছোবলে আমজাদ হোসেন (৬০) নামে এক বাক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন রঘুরামপুর গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, আমজাদ শুক্রবার গভীর রাতে ঘুমের মধ্যে তাকে সাপে কামড় দেয়। কিন্তু ইদুরে কামড় দিয়েছে বলে কাউকে কিছু না বলে আবার শুয়ে ঘুমিয়ে যায়। পরে শনিবার ভোরে তার মুখ দিয়ে লালা বের হওয়ায় পর তার পরিবারের স্বজনরা সাপে কেটেছে বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top