বাঘায় দাদার মৃত্যু ৩ দিন পর নাতনীর মৃত্যু
                                রাজশাহীর বাঘায় দাদা আবদুস সামাদের মৃত্যুর তিন দিন পর নাতনী ইনতাজিয়া ইমু এশিয়ার মৃত্যুবরণ করেন। তিনি শনিবার (৭ আগষ্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
জানা যায়,বাঘা উপজেলা জাতীয় পাটির সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন সোহাগের পিতা আবদুস সামাদ বুধবার (৪ আগষ্ট) বিকেলে বার্ধক্যজনিত কারণে বাঘা পৌরসভার নতুনপাড়া গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।তার মৃত্যুর তিনদিন পর নাতনীর মৃত্যু হয়। ইনতাজিয়া ইমু এশিয়া ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রাজশাহী কলেজে ইংরেজী বিষয়ে অনার্সে ভর্তির সুযোগ পেয়েছেন। তার ভর্তির শেষ তারিখ ছিল আগামী ১৪ আগষ্ট। কিন্তু তিনি ভর্তি হওয়ার আগেই দাদার শোক সইতে না পেরে শনিবার রাত ১১টার দিকে অসুস্থ্য হয়ে পড়ে।
পরিবারের লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত ৩টার দিকে মারা যায়। রোববার সকাল ৯ টায় জানাযা নামাজ শেষে বাঘা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।ইনতাজিয়া ইমু এশিয়া
তার মৃত্যুতে উপজেলা জাতীয় পাটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পরিবারে প্রতি সমবেদনা জানান।
আরপি/এসআর-১৬

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: