রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

নগরীতে তাস ও নগদ অর্থসহ চার জুয়াড়ি গ্রেফতার


প্রকাশিত:
১২ আগস্ট ২০২১ ২০:২০

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:৪৪

ছবি: গ্রেপ্তারকৃত চার জুয়াড়ি

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে আরএমপি কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়ীয়া গ্রামের মোঃ সিদ্দিকের ছেলে মোঃ মোস্তাকিন (২১), মৃত শমসের আলীর মোঃ মৃদুল হোসেন (২০), গোবিন্দপুর চাইপাড়ার মোঃ আমিনুল ইসলামের ছেলে মোঃ পলাশ হোসেন (২৬) ও হাড়ুপুরের মৃত মকুল হোসেনের ছেলে মোঃ তুষার হোসেন (২০)।

আরএমপি’র পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকের নির্দেশনায় রাজশাহী মহানগরীকে অপরাধ মুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষে কাজ করে যাচ্ছে আরএমপি’র প্রতিটি ইউনিট। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ১১.৫৫ টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ীর ভিতর হতে জুয়া খেলা অবস্থায় ৪ জনকে গ্রেফতার করে।

এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top