রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে তালা ভেঙ্গে ৪ মণ ইলিশ চুরি


প্রকাশিত:
৭ নভেম্বর ২০১৯ ০১:২৭

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:৫৭

রাজশাহীতে তালা ভেঙ্গে ৪ মণ ইলিশ চুরি

রাজশাহীতে একটি দোকানের তালা ভেঙ্গে ৪ মণ ইলিশ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের কোন এক সময় নগরীর সাহেববাজার আরডিএ মার্কেটের পিছনের কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মাছ ব্যবসায়ী অবদুস সাত্তারের দাবি চার মণ ইলিশ চুরি হয়েছে। যার দাম প্রায় লাখ টাকা।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় সাত্তার তার দোকানে তালা লাগিয়ে বাড়ি চলে যান। পরে তিনি সকালে এসে দেখেন তার দোকানে অন্য একটি তালা লাগনো আছে। অপরটি মাটিতে পড়ে আছে। পরে দোকানের ভেতরে ঢুকে দেখেন মাছ নেই।

পরে নাইট গার্ডকে বিষয়টি জানানো হলে নাইট গার্ড রশিদ জানান, তার দোকনে সাড়ে ১১ টার দিকে তালা না দেখতে পেয়ে তিনি নিজেই একটি তালা মেরে দেন। পরে সকালে তিনি সেই তালা খুলে নিয়ে যান।

স্থানীয় এক বাসিন্দা জানান, আমি রাতে একটি অটো এখান থেকে মাছ নিয়ে যেতে দেখেছি। আমি ভাবছিলাম সাত্তারই মাছ নিতে বা রাখতে এসেছে।


ইলিশ বিক্রেতা সাত্তার আরো জানান, আমার দোকানে গতকাল মঙ্গলবার সাত মণ ইলিশ আনা হয়। কিন্তু সকালে এসে দেখি তালা ভেঙ্গে ৪ মন মাছ নিয়ে গেছে চোরেরা। এখন দোকানে তিন মন ইলিশ মাছ আছে। তিনি আরও বলেন, এঘটনার পর তিনি পথে বসে গেছেন।

নগরীর বোয়ালিয়া থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারন চন্দ্র বর্মন বলেন, বিষয়টি শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে।

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top