রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

রাজশাহীতে তিন মাদরাসা ছাত্র নিখোঁজ


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২১ ০৬:৫২

আপডেট:
১৪ আগস্ট ২০২১ ১৫:১০

নিখোঁজ হাবিবুর রহমান হিমেল ও আতিকুর রহমান বিশাল। ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে এক হাফেজিয়া মাদরাসার তিনজন ছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) ভোর ৪ টার দিকে নিখোঁজ হয় তারা। এ ঘটনায় শুক্রবার (১৩ আগস্ট) মোহনপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ তিন শিক্ষার্থী হলো- আতিকুর রহমান বিশাল (১২), হাবিবুর রহমান হিমেল (১৬) এবং আবু বকর সিদ্দিক (১৪)। তারা তিনজনই মোহনপুরের মৌগাছি ইউনিয়নের বজরপুর দারুল উলুম হাফেজিয়া মাদরাসার ছাত্র। সেখানে হেফজ বিভাগে নজরানা (প্রাথমিক আরবি শিক্ষা) পড়া শুরু করেছিল তারা।

মাদরাসাটির মুহতামিম (প্রধান শিক্ষক) মুফতি শামসুল হক শামীম রাজশাহী পোস্টকে জানান, গত ৬ আগস্ট তাদের মাদরাসা খোলা হয়। আর ওই তিন ছাত্র বাড়ি থেকে মাদরাসায় আসে ৮ আগস্ট। তারা অন্যান্য ছাত্রদের সঙ্গেই ছিল। কিন্ত বৃহস্পতিবার রাতে সবার চোখকে ফাঁকি দিয়ে অন্য ছাত্রদের ট্রাঙ্কের তালা ভেঙ্গে টাকাপয়সা নিয়ে তারা পালিয়ে গেছে। তাদের বাসায় খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায় নি। তবে ওই তিনজন আগে থেকেই পরিকল্পনা করেই পালিয়েছে। এ ব্যাপারে শুক্রবার থানায় জিডি করা হয়। কেউ তিন ছাত্রের কাউকে দেখতে পেলে দ্রুত নিকটস্থ থানা পুলিশকে অবগত করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম রাজশাহী পোস্টকে বলেন, মাদরাসার তিন ছাত্র নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি। নিখোঁজ ছাত্রদের বয়স একেবারে কম। তাদের সন্ধান পেতে খোঁজাখুঁজি চলছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top