রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

রামেক হাসপাতালে বাইপ্যাপ মেশিন দিল ভার্ক


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২১ ১৮:২৬

আপডেট:
৫ মে ২০২৫ ০১:০৩

করোনা রোগীদের অক্সিজেন সাপোর্টের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বাইলেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেসার (বাইপ্যাপ) মেশিন দিয়েছে বেসরকারী সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)। শনিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় হাসপাতালে ৫টি বাইপ্যাপ মেশিন প্রদান করে সংস্থাটি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব মেশিন গ্রহণ করেন। এ সময় হাসপাতালটির মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমান, আইসিইউ‘র ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল, ভার্কের নির্বাহী পরিচালক ইয়াকুব হোসেন, সহাকারী পরিচালক (মান্দা এরিয়া) মো. আরিফুজ্জামান, প্রোজেক্ট ম্যানেজার মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

বাইপ্যাপ মেশিন প্রদান করায় সংস্থাটিকে ধন্যবাদ জানান রামেক হাসপাতাল পরিচালক। আর জনস্বার্থে এসব বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে ভার্ক।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top