রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

নগরীতে হেরোইনসহ যুবক গ্রেফতার


প্রকাশিত:
১৫ আগস্ট ২০২১ ২০:১৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:০৫

ছবি: গ্রেফতারকৃত যুবক

রাজশাহী মহানগরীতে ৫১ গ্রাম হেরোইনসহ ১ যুবককে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত সুরুজ(২৫) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার যগপুর গ্রামের মোঃ মনতাজের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, এসআই মোঃ নুরন্নবী হোসেনের নেতৃত্বে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শনিবার সন্ধ্যা ৬.৫০ টায় মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধে ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাশিয়াডাঙ্গা থানার বালিয়ার মোড় এলাকায় এক ব্যক্তি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে।

ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা ৭ টায় ঘটনাস্থলে পৌঁছে মোঃ সুরুজ(২৫)কে গ্রেফতার করে। এসময় তাদের দখল হতে ৫১ গ্রাম হেরোইন উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top