রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে হেরোইনসহ গ্রেফতার যুবক


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২১ ২০:২১

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:১৭

ছবি: গ্রেফতারকৃত যুবক

রাজশাহীতে প্রায় দুই কেজি হেরোইন শুকুর মন্ডল (২৬) এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার দিবাগত রাত ১০টার দিকে রাজশাহী নগরেরর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শুকুর মন্ডল মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মৃত সাচ্চু মন্ডলের ছেলে। হেরোইন বিক্রি করতে শুকুর রাজশাহীতে আসে। তার কাছ থেকে এক কেজি ৯১৫ গ্রাম হেরোইন পাওয়া গেছে। তার বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব জানায়।

সোমবার সকালে র‌্যাব-৫ এর মিডিয়া দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে পদ্মা আবাসিকের এক নং রোড লেকের পূর্ব পার্শ্বের রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ সময় র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। সেখানে র‌্যাব দেখে কৌশলে পালানোর চেষ্টাকালে শুকুর মন্ডলকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে একটি ব্যাগে এক কেজি ৯১৫ গ্রাম হেরোইন পাওয়া যায়।

 

 

আরপি/এসআর-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top