বাঘায় শোকের মাসে গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশনের গাছের চারা বিতরণ
রাজশাহীর বাঘায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ আগষ্ট) সকালে ত্যাগী ভলান্টিয়ারস্ সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশনের সহযোগিতায় শাহ দৌলা সরকারি কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলকে টি-শার্ট ও মাস্কসহ উপজেলার বিভিন্ন এলাকা শিশুদের মাঝে দু‘শতাধিক ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়।
সভায় কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু।
এ সময় ভলান্টিয়ারস সম্পাদক মাসুদ রানা বলেন, এই সংগঠনের লক্ষ্য ২০৪১ সালের মাঝে সারা বাংলাদেশের সকল শিশুর হাতে একটি করে গাছ তুলে দেওয়া এবং ২০৬১ সালের মাঝে সারা বিশ্বে সকল শিশুর হাতে একটি করে গাছ তুলে দেওয়া। সেই লক্ষ্যেই কাজ করছি। পরে প্রধান অতিথি ত্যাগী ভলান্টিয়ারস এর গড়গড়ি ইউনিয়নের ইউনিট কমিটিকে সর্বোচ্চ গাছ বিতরণ করে প্রথম স্থান অধিকার করায় তাদের হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এই কর্মসূচিতে মিডিয়া পার্টনার ছিলেন বাংলা চ্যানেল ও স্পন্সর হিসেবে ছিলেন নান্দনিক গৃকোণ। এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক আঃ সালাম, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, মোফাককার হোসেন প্রমুখ ।
আরপি/এসআর-১৪
বিষয়: বাঘা আলোচনা সভা দোয়া মাহফিল

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: