রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক মেয়র


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২১ ২২:১৬

আপডেট:
৫ মে ২০২৫ ০৫:০৪

পরিদর্শনে রাসিক মেয়র

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টার থেকে মালোপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে গণকপাড়া ও সোনাদিঘি মোড় পর্যন্ত সড়ক পরিদর্শন করেন তিনি। এ সময় মেয়র কাজের মান বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী তৌরিদ আল মাসুদ রনি ও মো. শামসুজ্জামান রতন, রাসিকের সহকারী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী ও আলমতি শারাফুদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

যানবাহন ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে নগরীর বিভিন্ন সড়ক ও মোড়সমূহ প্রশস্ত করছে রাসিক। চলমান রয়েছে নগরীর বিভিন্ন ওয়ার্ডসমূহে ক্ষতিগ্রস্থ ও নতুন কার্পেটিং সড়ক নির্মাণ কাজ।

 

আরপি/আআ

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top