রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

শিয়াল মারার ফাঁদে মারা গেলেন বৃদ্ধা


প্রকাশিত:
১০ নভেম্বর ২০১৯ ০৪:০৮

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:০৭

প্রতীকি ছবি

রাজশাহীর তানোরে মুরগীর খামারে বিদ্যুতের তার দিয়ে পুরো খামার ঘিরে রাখা হয়।শিয়াল মুরগী ধরতে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবে। কিন্তু ঘাস কাটতে গিয়ে শেয়াল মারার ফাঁদে পড়ে আসমা বেগম (৬০) নামে এক বৃদ্ধাই মারা গেলেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তানোর পৌর এলাকার জিওল গ্রামে এঘটনা ঘটে। নিহত আসমা বেগম জিওল গ্রামের আরজান আলীর স্ত্রী।

মুরগীর খামারের মালিক মহাসিন রেজা বলেন, আমার খামারে শেয়াল খুব উৎপাত করে। মুরগী নিয়ে চলে যায়। তাই শেয়াল মারতে বিদ্যুতের তার দিয়ে আরতিং করে রাখি। দুপুরে খামারের পাশের বাড়ির মৃত ওই বৃদ্ধা খামারের কাছে ঘাস কাটতে এসে ওই আরতিং তারে হাত দেয়। তখনই মার মৃত্যু হয়। বিষয়টি আমরা স্থানীয়ভাবে মীমাংশা করে নিয়েছি। আসমা বেগমের দাফন সম্পন্ন হয়েছে করা হয়েছে।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন,এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কেউ থানায় অভিযোগ করেননি।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top