রাজশাহী শুক্রবার, ১৫ই আগস্ট ২০২৫, ১লা ভাদ্র ১৪৩২

বিয়ের প্রলোভনে অপহরণ, গ্রেফতার তরুণ


প্রকাশিত:
৩ অক্টোবর ২০২১ ২৩:২৩

আপডেট:
১৫ আগস্ট ২০২৫ ০৮:৩৮

ফাইল ছবি

রাজশাহী নগরী থেকে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে অপহরণের ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

অপহরণের শিকার কলেজ ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী হলো- পারভেজ হোসেন তালুকদার রুহান (১৯)। সে পিরোজপুর জেলার কাউখালী থানার কেউন্দিয়া গ্রামের মো. হুমায়ূন কবিরের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, সোনিয়া (ছদ্মনাম) (১৯) রাজশাহী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। তার পিতা কাশিয়াডাঙ্গা থানায় অভিযোগ করেন, ২৫ সেপ্টেম্বর তার মেয়ে কলেজে নোট আনার জন্য গিয়ে নিখোঁজ হয়।

অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরীর তত্বাবধানে আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় ২ অক্টোবর পটুয়াখালী জেলার দুমকি থানার পাংগাশিয়া এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়। এবং তরুণীকে উদ্ধার করা হয়।

সাইবার ক্রাইম ইউনিটের এএসআই সাইফুল ইসলাম জানান, মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে তারা অভিযানে নামেন। মূলত বিয়ের প্রলোভন দিয়ে তরুণীকে অপহরণ করা হয়।

উদ্ধারকৃত ভিকটিম জানিয়েছে, ঐদিন সকাল ১০ টায় হড়গ্রাম কোর্ট ষ্টেশন মোড় থেকে আসামী পারভেজ হোসেন তালুকদার রুহান বিয়ের প্রলোভন দিয়ে তাকে অপরহরণ করে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। 

 

 

আরপি/ এমআই 



আপনার মূল্যবান মতামত দিন:

Top