রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

রাজশাহী বোর্ডে ছয় পরীক্ষার্থী বহিষ্কার


প্রকাশিত:
১৪ নভেম্বর ২০১৯ ০৬:১১

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১৯:০৫

ফাইল ছবি

জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত এই পরীক্ষায় অসাধুপায় অবলম্বনের দায়ে তাদের এই শাস্তি দেয়া হয়।

রাজশাহী শিক্ষাবোর্ডের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর দেবাশীষ রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বরখাস্ত হওয়া পরীক্ষার্থীদের মধ্যে পাঁচজনই বগুড়ার সোনাতলা-এ৪৩১ কেন্দ্রের পরীক্ষার্থী। অন্যজন পাবনার সাথিয়া-এ/৩২০ কেন্দ্রের পরীক্ষার্থী ছিল।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এ দিন বিভাগের আট জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২ লাখ ৫৪ হাজার ৩২৯ জন। এর মধ্যে অংশগ্রহণ করে ২ লাখ ৫০ হাজার ১৯ জন। অনুপস্থিত ছিলো ৪ হাজার ৩১০ জন। মোট ২৫৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top