রাজশাহী বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২

মাত্রাতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে আইসিইউতে সাংসদের স্ত্রী


প্রকাশিত:
২০ নভেম্বর ২০২১ ০৩:২৮

আপডেট:
৬ আগস্ট ২০২৫ ০০:২০

প্রতীকী ছবি

মাত্রাতিরিক্ত ঘুমের বড়ি খেয়ে গুরুতর অসুস্থ হয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিনের স্ত্রী এলিনা খাতুন (৪০)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

এলিনা খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক।

এমপি আয়েন উদ্দিন রাজশাহী মহানগরীর গ্রেটার রোড কাদিরগঞ্জ এলাকার একটি বাসায় ভাড়া থাকেন। সেই বাড়ি থেকেই এমপিপত্নী এলিনাকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালে নেওয়া হয়। কী কারণে তিনি অতিরিক্ত ঘুমের বড়ি খেয়েছেন তা জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এলিনাকে জরুরি বিভাগ থেকে প্রথমে মেডিসিন বিভাগের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে পাঠানো হয়।

আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, আইসিইউতে যখন আসেন, তখন শারীরিক অবস্থা ভালো বলতে পারি না। রাতের মতোই তার অবস্থা স্থিতিশীল।

এ বিষয়ে জানার জন্য এমপি আয়েন উদ্দিনকে ফোন করা হয়। কিন্তু তিনি ফোন না ধরার কারণে কিছু জানা যায়নি।

এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন মহানগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ।

 

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top