রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

নগরীতে অসহায়দের মাঝে ‘স্বপ্ন নিয়ে এসেছি’র কম্বল বিতরণ


প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২২ ০৫:৪৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১২:২৮

ছবি: কম্বল বিতরণ

তীব্র শীতে কাঁপছে উত্তরবঙ্গের জেলা গুলো। প্রতি বছরের নেয় অসহায়-শীতার্ত মানুষে পাশে এসে দাঁড়িয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। সামাজিক সংগঠনগুলোও নানা ভাবে মানুষের সাহায্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাজশাহীর তরুণ সমাজসেবীদের সংগঠন 'স্বপ্ন নিয়ে এসেছি’ ফাউন্ডেশন অসহায়দের পাশে দাঁড়ায়।

বৃহস্পতিবার তারা নগরীর বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে কম্বল বিতরণের কর্মসূচি পালন করে। সন্ধ্যা সাতটার দিকে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা রাজশাহী নগরীর কামারুজ্জামান চত্ত্বর, রেলগেট, বাস টার্মিনাল ও শিরোইল এলাকায় ভ্রাম্যমাণ ভাবে এই কম্বল বিতরণ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে ফাউন্ডেশনের সম্পাদক মোঃ আব্দুর রিফাত (প্রান্ত), যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান সাকিব খান সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

তারা জানায়, রাজশাহীর তরুণ হিসেবে এই শহরের মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়। বিগত দুই বছর থেকে বিভিন্নভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে শহরের বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রমের অংশ হয়ে আসছে তারা। আগামীতেও এমন কার্যক্রম চালু রাখার দৃঢ়প্রত্যয় আছে তাদের।

 

 

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top