রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

রাবি ছাত্র নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক গ্রেফতার


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২২ ০১:৫৭

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০২:০০

ছবি: ঘাতক ট্রাক চালক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণকাজের পাথর বহনকারী ট্রাকের চাপায় ছাত্র নিহতের ঘটনায় ট্রাক চালক টিটু মিয়াকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে ডিবি পুলিশের সদস্যরা নগরীর বালিয়া থেকে তাকে গ্রেফতার করে। কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে রাবির শহীদ হবিবুর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজের পাথর বহনকারী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান চারুকলা অনুষদের ছাত্র মাহমুদ হাবিব হিমেল। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা রাতেই পাঁচটি ট্রাকে আগুন জ্বালিয়ে দেয়।

পরে শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ ও ভিসির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে। গভীর রাতে রাজশাহী সিটি মেয়র ও ভিসি গিয়ে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

বুধবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ ক্যাম্পাসে নেয়া হয়। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে হিমেলের মরদেহ নাটোরে গ্রামের বাড়িতে পাঠানো হয়।

 

 

 

আরপি/এসআর-০৯



আপনার মূল্যবান মতামত দিন:

Top