বাঘায় দুই ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা
                                রাজশাহীর বাঘায় দুই চাউল ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার(৭ ফ্রেরুয়ারী) বিকেল সাড়ে ৪টায় উপজেলার নারায়নপুর বাজারে দুই ব্যবসায়ীর এই জরিমানা করা হয়।
জানা যায়, উপজেলার নারায়ণপুর বাজারে চাউল ব্যবসায়ী হাসমত আলীর ১০ হাজার টাকা ও সঞ্জয় কুমার দত্তের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পণ্যের পাটজাতকরণ মোড়ক আইন ২০১০ বিধি মোতাবেক উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা দুই ব্যবসায়ীর এ জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, স্বাস্থ্যরক্ষায় পরিবেশের ক্ষতিকর যেন না হয় সে জন্য ভ্রাম্যমানের মাধমে এই দুই ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে।
আরপি/এসআর-১৩

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: