রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

রাজশাহীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


প্রকাশিত:
২১ নভেম্বর ২০১৯ ০১:৪৮

আপডেট:
৫ মে ২০২৫ ০১:৫১

উদ্ধারকৃত নারীর মরদেহ

রাজশাহী নগরীর সোনাদীঘি মোড় থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত নারীর নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।

আজ বুধবার দুপুর ১টা দিকে ভিক্ষারত অবস্থায় প্রইম বুকস লাইব্রেরীর সামনে মৃত্যু হয় ঐ নারীর। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নারী লোকটি ভিক্ষুক। এখানে বসে ভিক্ষা করত। বেলা ১২ টার দিকে তার ভিক্ষার ঝুলি মাথার নিচে দিয়ে এখানেই সে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আমরা বুঝতে পারি লোকটি মারা গেছে।

বোয়ালিয়িা মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান,  এখন পর্যন্ত এ নারীর পরিচয় পাওয়া যায়নি। সব জায়গাতেই জানানো হয়েছে। প্রয়োজনবোধে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টেমের জন্য নিয়ে যাব। পরবর্তীতে ব্যক্তির খোঁজ পেলে তার স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

 

আরপি/এমএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top