রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে খুনের ঘটনায় গ্রেফতার এক


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২২ ২৩:৩৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:০২

ছবি: গ্রেফতারকৃত আসামী

রাজশাহীর চারঘাটে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বে খুনের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে জেলার মোহনপুর উপজেলার মৌপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৫ এপ্রিল) র‌্যাব-৫ এর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গ্রেফতার জিয়ারুল ইসলাম (৩৬) চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামের আজগর আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল মোহনপুর উপজেলার মৌপাড়া গ্রামের ওয়াহিদুর রহমান চৌধুরীর বসত বাড়িতে অভিযান চালায়। এসময় আসামি জিয়ারুল ইসলামকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়ারুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল চারঘাট উপজেলার জোতকার্তিক গ্রামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে খোকন আলী (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। নিহত খোকন আলী ওই গ্রামের মোজাহার আলীর ছেলে।

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top