রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

আত্মীয়ের বাড়িতে এসে অপহৃত,তিন মাস পর উদ্ধার


প্রকাশিত:
২২ নভেম্বর ২০১৯ ০৩:৪৮

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৬:৫১

ছবি:তিন মাস পর  উদ্ধার হওয়া লতিফুর রহমান

রাজশাহীর গোদাগাড়ীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহৃত হন লতিফুর রহমান (৩৫)। এঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। এতে ৫ জনকে আটক করা হয়। তবে অপহৃত হওয়া লতিফুর রহমানকে তিন মাস পরে রাজশাহী নগরীতে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর কেশবপুর এলাকা থেকে গোদাগাড়ী থানা পুলিশ তাকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া লতিফুর চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের নামো-নিমগাজিপাড়া এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম বলেন,গত তিন মাস আগে গোদাগাড়ীতে আত্মীয়ের বাড়ি বেড়াতে আসলে লতিফুরকে অপহরণ করা হয়। পরে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৫ জন আসামী আটক হয়।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অপহৃত ব্যক্তিকে নগরীর কেশবপুর এলাকা থেকে উদ্ধার করা হয়।পারিবারিক বিষয় নিয়ে তাকে অপহরণ করা হয়েছিল বলে জানানো হয়। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top