রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

অভিনব কায়দায় ফেনসিডিল পাচার, গ্রেফতার ১


প্রকাশিত:
২১ জুলাই ২০২২ ০৫:০১

আপডেট:
২১ জুলাই ২০২২ ০৫:০৪

রাজশাহীতে অভিনব কায়দায় ফেনসিডিল পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় বাজারের ব্যাগ থেকে ৫৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৫৩ হাজার টাকা।

বুধবার (২০ জুলাই) ভোরে নগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই যুবকের নাম সাব্বির আহাম্মেদ ওরফে নাহিদ (২৮)। তিনি নগরীর কাটাখালি থানার শ্যামপুর এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুক্তার হোসেন নামের আরেক মাদক কারবারি পালিয়ে গেছে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল ঢাকা মেইলকে এসব তথ্য নিশ্চিত করেন।

আরেফিন জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে একটি টিম নগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকায় অবস্থান নেয়।

এসময় সন্দেহজনক সাব্বির আহাম্মেদ ওরফে নাহিদের হাতে থাকা বাজার করা ব্যাগে ২৫ বোতল ও পলাতক মুক্তার হোসেনের ফেলে যাওয়া ব্যাগে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নাহিদকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।

এ ঘটনায় পলাতক মুক্তার হোসেনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে নগরীর মতিহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই ডিবি কর্মকর্তা।

 

আরপি/এসএইচ


বিষয়: রাজশাহী


আপনার মূল্যবান মতামত দিন:

Top