রাজশাহী সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

‘বিদ্যুৎ সমস্যা থাকবে আগামী সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত’


প্রকাশিত:
৩০ জুলাই ২০২২ ০২:১৩

আপডেট:
৩০ জুলাই ২০২২ ০২:১৩

ছবি: সংগৃহিত

বর্তমান বিদ্যুৎ নিয়ে বৈশ্বিক যে সমস্যা চলামান আছে তা আগামী সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত থাকবে বলে জানান রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। শুক্রবার বেলা ১১ টার দিকে জেলার সার্কিট হাউজে সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জেলার নেসকো ও পল্লি বিদ্যুতে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান বিদ্যুৎ নিয়ে বৈশ্বিক যে সমস্যা চলামান আছে তার জন্য দেশে বিদ্যুতের সমস্যা হচ্ছে। এসমস্যা কেটে উঠার জন্য সরকার কাজ করে যাচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এলাকা ভিত্তিক লোডশেডিং করা হচ্ছে। তবে এই সমস্যা আগামী সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত থাকবে বলে জানানো হয়।

এছাড়া, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নির্দিষ্ট সময়ে লোডসেডিং, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা ও চার্জার ষ্টেশন গুলোতে বিশেষ নজরদারী বাড়ানোর নির্দেশ দেন। যেসব চার্জার ষ্টেশনে অনুমোদন নাই সেগুলো বন্ধ করতে হবে। এসব নির্দেশনা বাস্তাবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিদের নির্দেশনা প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক আব্দুল জলিল ।

মতবিনিময় সভায় বিদ্যুৎ সাপ্লাই কোম্পানী নেসকোর উধ্বর্তন কর্মকর্তা, পল্লি বিদ্যুতের বিভিন্ন কর্মকর্তাদের নিকট থেকে আপন আপন এলাকার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হয়। তারা প্রত্যেকে নিজ এলাকর বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরেন এবং বিভিন্ন সমস্যার কথা জানানা।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) রাজশাহীর যুগ্ম পরিচালক ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী, নেসকোর নির্বাহী পরিচালক (অর্থ) এবং ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) গোলাম আহমেদ, বিতরণ জোনের প্রধান প্রকৌশলী আবদুর রশিদ, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী রোকনুজ্জামান প্রমুখ।

 

আরপি/ এমএএইচ-১৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top