রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

একতা এক্সপ্রেসে অভিযান, ২০০ যাত্রীকে জরিমানা


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২২ ০৪:৫৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০১:৩৬

ছবি: সংগৃহীত

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে আন্তঃনগর একতা এক্সপ্রেসের ২০০ যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। তাদের থেকে মোট ৭৫ হাজার ৩২০ টাকা জরিমানা আদায় করা হয়।

রোববার (৯ অক্টোবর) দিবাগত রাতে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রেনে এ অভিযান চালানো হয়।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।

অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজকে (রোববার রাতে) ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। পুরো ট্রেন একবার চেকিং করে টিকিট বিহীন ২০০ জন যাত্রী পাওয়া গেছে। জরিমানাসহ ভাড়া বাবদ তাদের থেকে মোট ৭৫ হাজার ৩২০ টাকা আদায় করা হয়েছে।’

অসীম কুমার তালুকদার আরও বলেন, ‘এদের মধ্যে একজনকে পেলাম যিনি টিকিট দেখতে চাইলে, মোবাইলে টিকিটটি দূর থেকে দেখালেন। ইচ্ছে করেই দেখার চেষ্টা করলাম, দেখলাম টিকিট গত কালের। চালাকির জন্য তাকে বেশ বড় অংকের অর্থ জরিমানা করা হয়েছে।’

এর আগে গত শনিবারে (৮ অক্টোবর) রাজশাহী থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া তিতুমীর এক্সপ্রেসে অভিযান চালান তিনি। ওই অভিযানে ৭৭ জন যাত্রীকে ১৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।

আরপি/ এসএইচ ১৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top