রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

আরএমপি কমিশনারসহ ৫ পুলিশ কর্মকর্তাকে বদলি


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২২ ১০:৩৯

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৪:৫৭

ফাইল ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনারসহ বাংলাদেশ পুলিশের পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

এতে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিককে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আনিসুর রহমানকে আরএমপির পুলিশ কমিশনার করা হয়েছে।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক (অপারেশন) কুসুম দেওয়ানকে সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক পদে, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির উপ-পুলিশ মহাপরিদর্শক (ভাইস প্রিন্সিপ্যাল) মো. আজাদ মিয়াকে শিল্পাঞ্চল পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক এবং টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাহবুবুর রহমানকে সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top