রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২০শে শ্রাবণ ১৪৩২

পদ্মা নদীতে গোসলে নেমে স্ত্রীর মৃত্যু, নিখোঁজ স্বামী


প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২২ ১০:২৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০২:০৬

ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে গোসলে নেমে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুলতানগঞ্জ এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূর নাম মাঞ্জুরী তানভির। নিখোঁজ স্বামীর নাম সালাউদ্দিন কাদের। তিনি উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। তারা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সিমন্তপুর এলাকার বাসিন্দা।

ওসি কামরুল ইসলাম বলেন, তারা আজকে পদ্মা নদীর ওপারে চরে পিকনিক করতে যায়। সেখানে তারা পদ্মা নদীতে গোসল করতে নামে। এসময় তারা চারজন নিখোঁজ হয়। দুই শিশুকে উদ্ধার করা গেলেও ঐ ব্যাংক কর্মকর্তাকে এখনও উদ্ধার করা যায়নি।

পরে ফায়ার সার্ভিস ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান ওসি।

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top