রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

শাশুড়ির জন্য ওষুধ কেনা হলো না সাহেরার


প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৩ ১০:২৪

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৫৮

ফাইল ছবি

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ভ্যানে চড়ে শ্বাশুড়ির জন্য ওষুধ কিনতে যাওয়ার সময় একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শনিবার (২১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূর নাম সাহেরা বেগম (৪০)। তিনি গোদাগাড়ী উপজেলার কুপাকান্দি গ্রামের আলম আলীর স্ত্রী।

জানা যায়, শাশুড়ি অসুস্থ হওয়ায় কাশিয়াডাঙ্গা-কাঁকনহাট সড়ক দিয়ে ভ্যানে চড়ে ওষুধ কিনতে যাচ্ছিলেন সাহেরা। পথিমধ্যে একটি ট্রাক ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় সাহেরার শ্বশুর আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ওসি কামরুল ইসলাম জানান, খবর পেয়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করেছেন। এ ঘটনায় নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top