রাজশাহী বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২৩শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে উইমেন চেম্বারের আয়োজনে পিঠা মেলা শুরু


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:২২

আপডেট:
৭ আগস্ট ২০২৫ ০২:২৬

ফিতা কেটে পিঠা মেলা উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মঈনুল ইসলাম। ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহীতে উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে তিন দিনব্যাপী পিঠা মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নগরীর শাহ মখদুম কলেজ মাঠে এ পিঠা মেলা শুরু হয়। এদিন বিকেল ৫টায় ফিতা কেটে পিঠা মেলা উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মঈনুল ইসলাম।

রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনিনের সার্বিক তত্বাবধানে আয়োজিত এ পিঠা মেলা উদ্বোধনকালে শাহ মখদুম কলেজ অধ্যক্ষ এসএম রেজাউল ইসলাম, উইমেন চেম্বারের সহসভাপতি বিদ্যুৎ আরা মিমি, পরিচালক রাখি বেগম, সচিব মাহমুদুল হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এবারের পিঠা মেলায় ২০টি স্টলে বাহারি রকমের পিঠা প্রদর্শিত হচ্ছে। দর্শনার্থীদের জন্য সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। আগামী শনিবার (১১ ফেব্রুয়ারি) শেষ হবে এ মেলা। নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে বাৎসরিক এমন আয়োজন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top