রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

ব্যাংকের নিচ থেকে আড়াই লাখ টাকা খোয়ালেন গ্রাহক


প্রকাশিত:
৩১ মার্চ ২০২৩ ১১:৩১

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১০:৩৪

প্রতীকী ছবি

রাজশাহীতে একটি ব্যাংকের নিচ থেকে এক গ্রাহকের আড়াই লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আইএফআইসি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, বাহাদুর নামের রাজশাহী জজ কোর্টের এক কর্মচারী আজ (বৃহস্পতিবার) দুপুরে আইএফআইসি ব্যাংকের ওই শাখা থেকে ৩ লাখ টাকা তোলেন। এরমধ্যে তার ভাইকে ৫০ হাজার টাকা দিয়ে অবশিষ্ট টাকা মোটরসাইকেলের পেছনে ব্যাগে রাখেন। পেছন দিকে মোটরসাইকেল ঘুরাতে গিয়ে দেখেন টাকার ব্যাগটি নেই।

ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, এটি একটি সুক্ষ্ম চুরির ঘটনা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

আরপি/এসআর-০৮


বিষয়: চুরি


আপনার মূল্যবান মতামত দিন:

Top