রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ২


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২৩ ০৭:৫৮

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৬:৪৮

ছবি: গ্রেফতার আসামিরা

রাজশাহীতে জাল নোটসহ ‍দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে এক লাখ এক হাজার ৫০০ টাকার জাল নোট, দুইটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়।

রোববার (৯ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

পরে সন্ধ্যায় র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার গোয়াল পাড়ার আফজালের ছেলে ইমাম হাসান (২০) ও সূর্য পাড়া দক্ষিণ পাড়ার সাইফুল ইসলামের ছেলে শিহাব ইসলাম (২১)।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারের আলুপট্টির ভেতর কতিপয় ব্যক্তি জাল টাকার নোট নিয়ে অবস্থান করছে।

খবর পেয়ে র‌্যাবের ওই টিম ভবানীগঞ্জ বাজারের আলুপট্টির ভেতর পৌঁছামাত্রই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় এক লাখ এক হাজার ৫০০ টাকার জাল নোটসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

এ ঘটনায় বাগমারা থানায় আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top