রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

বাঘায় আগুনে পুড়ে ৩ লাখ টাকার ক্ষতি


প্রকাশিত:
১১ এপ্রিল ২০২৩ ১৮:৩৩

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ১১:১৮

ছবি: রাজশাহী পোস্ট

রাজশাহীর বাঘায় অগ্নিকাণ্ডে দুইটি বসত বাড়ি পুড়ে ছাই হয়েছে। রান্নার চুলা থেকে সূত্রপাত হওয়া এ আগুনে দুইটি ছাগলসহ তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, দিঘা পশ্চিমপাড়া গ্রামের মন্টু আলীর স্ত্রী মেলেনা বেগম বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির ইফতারি রান্না শুরু করেন। রান্না চলা অবস্থায় বাড়ির বাইরে যান তিনি। এ সময় রান্না ঘরে আগুন লেগে যায়। মুহুর্তেই ৪ চালা শয়নঘর ও গরুর ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে বাড়ির মালিক মন্টু আলী জানান, আগুনে গোয়াল ঘরে গরুর রশি কেটে দিলে প্রাণে বেঁচে গেলেও আগুনে পুড়ে মারা যায় তিনটি ছাগল। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে করতে বাড়ির সকল আসবাবপত্র, নগদ ৪৫ হাজার টাকাসহ আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মন্টু আলী।

এক পর্যায়ে পাশের রাহেমার বাড়িতে ছড়িয়ে যায় আগুন। তার দুটি টিনের ছাপরা ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি জানান তিনি।

খবর পেয়ে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়ের উদ্দিন লাভলু, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার ও বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদানের আশ্বাস দেন।

 

 

আরপি/এসআর-০৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top