রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

পদ্মা নদীতে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৩ ০১:১১

আপডেট:
৪ আগস্ট ২০২৫ ০৭:৩৯

ছবি: সংগৃহীত

রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে মাহিম রহমান (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর কাজলার ফুলতলা পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ‍শিক্ষার্থী নগরীর কাজল সুইটের মোড় এলাকার মুশফিকুর রহমানের ছেলে। মাহিম রাজশাহীর বিনোদপুর এলাকার কমেলা হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লতিফুর বারি। তিনি জানান, আজ দুপুর দেড়টার দিকে মাহিম, সিথিল, আবিরসহ কয়েকজন বন্ধু নগরীর ফুলতলা এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যায়। তাদের মধ্যে মাহিম সাঁতার জানতেন না। গোসলের এক পর্যায়ে মাহিম পানিতে তলিয়ে যায়। এ সময় তার বন্ধুরা চেষ্টা করেও তাকে পানি থেকে তুলতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাহিমের মরদেহ উদ্ধার করে।

নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা মাহিমের মরদেহ উদ্ধার করেছে। এই বিষয়ে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

 

আরপি/ এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top