রাজশাহী সোমবার, ৪ঠা আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

পদ্মায় গোসলে নেমে ২ শিশু নিখোঁজ


প্রকাশিত:
২২ জুলাই ২০২৩ ০৫:১২

আপডেট:
২২ জুলাই ২০২৩ ০৫:২২

ফাইল ছবি

রাজশাহীর পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দুপুর আনুমানিক সোয়া ১২টার দিকে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুর রউফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজরা হলো- নগরীর মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের সুখচানের ছেলে সিয়াম ও একই এলাকার লেবাসের ছেলে সাজিম। তাদের উভয়ের আনুমানিক বয়স ১২ বছর।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আব্দুর রউফ বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর দুটো ইউনিট উদ্ধার কাজ শুরু করেছেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, দুপুরে তারা পদ্মা নদীতে গোসল করছিলো। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। 

এদিন সন্ধ্যা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয় নি। 

 

 

আরপি/এসআর-০২



আপনার মূল্যবান মতামত দিন:

Top